কোভিড-১৯ নিয়ন্ত্রণে জেগে ওঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মহামারির এই পরিস্থিতিতে জেগে উঠতে এবং এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
ডব্লিওএইচও’র জরুরি পরিচালক মাইকেল রায়ান শুক্রবার সাংবাদিকদের বলেন, জনগণের জেগে ওঠা প্রয়োজন। তথ্য মিথ্যা নয়। পরিস্থিতি মিথ্যা নয়।
গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনার সংক্রমণ শুরুর পর বিশ্বে এ পর্যন্ত ভাইরাসটিতে অন্তত ১ কোটি ১০ লাখ লোক আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা আরো বলেন, অনেক দেশই এসব তথ্য উপেক্ষা করছে। এখনও সময় আছে। মহামারি নিয়ন্ত্রণে নেয়ার সময় কখনও ফুরিয়ে যায় না।
এদিকে কয়েকদিন আগে সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, আমরা সকলে চাচ্ছি বর্তমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাচ্ছি প্রতিটি জীবন এগিয়ে যাক। কিন্তু কঠিন বাস্তবতা হলো এ পরিস্থিতি সহসা শেষ হচ্ছে না।
তিনি আরো বলেন, কিছু কিছু দেশে পরিস্থিতির অগ্রগতি হলেও মূলত মহামারি বিশ্বব্যাপী দ্রুতই ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো মারাত্মক রূপ নেবে। আরো বেশি মানুষ করোনা ভাইরাসের শিকার হবে।
তিনি পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টিনের ওপর আবারো গুরুত্বারোপ করেন।