কোম্পানি আইন সংস্কার হচ্ছে

আজকেরবাজার প্রতিবেদক: ব্যবসায়ীদের হয়রানি বন্ধে শিগগিরই কোম্পানি আইনে সংস্কার আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণ এবং ব্যবসায়ীদের স্বার্থরক্ষায়, যা করা প্রয়োজন তাই করবে সরকার। ব্যবসা-বাণিজ্যে আরো গতিশীলতা আনতে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায়ীরা দেশের অর্থনৈতক উন্নয়নে নিয়মিত ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের স্বার্থও আমাদের দেখা উচিত। সব দিক বিবেচনা করে কোম্পানি আইনে সংস্কার আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পণ্য উৎপাদনের ক্ষেত্রে সময় ও উৎপাদন ব্যয় কমানোর দিকে মনযোগ দিতে হবে। এ বিষয়ে যথেষ্ট আন্তরিকভাবে সরকার পদক্ষেপ নেবে। এতে দেশীয় ব্যবসায় বড় ধরনের সফলতা আসবে। তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যায় আছে- এতে কোনো সন্দেহ নেই।
ভারতে এন্টি ডাম্পিং সিদ্ধান্তের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর সব দেশই নিজেদের শিল্পরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয় হয়। ভারতও তাই করেছে। আমরাও নিজেদের শিল্পরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
আজকেরবাজার:আরআর/এলকে/১৯ এপ্রিল,২০১৭