কয়েকমাসের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ দক্ষিণ আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। যদিও দেশটিতে কয়েকমাস ধরে সংক্রমণ কমে আসছিল।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনআইসিডি)’র প্রতিদিনকার সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ৬৩১ জন করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সপ্তাহে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৩শ’ জন।

স্বাস্থ্যমন্ত্রী জো পাহলা পার্লামেন্টে বলেছেন, সংক্রমণ বাড়ার হার উদ্বেগজনক। নতুন সংক্রমণের অর্ধেকেরও বেশি জনবহুল গৌতেং প্রদেশে যেখানে রাজধানী জোহানেসবার্গ অবস্থিত।

সংক্রমণের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে বন্যা কবলিত কোয়াজুলু নাটাল প্রদেশ। দেশটিতে শুক্রবার করোনা সংক্রমণে মারা গেছে একজন। যদিও মার্চের প্রথমে করোনায় মৃত্যু শুন্যে নেমে এসেছিল। উল্লেখ্য, বিশ্বে যে কটি দেশে করোনার আঘাত তীব্র ছিল, দক্ষিণ আফ্রিকা তার একটি। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান