খাগড়াছড়িতে আম ও মুকুলে ট্রিপস রোগ

খাগড়াছড়িতে আম গাছে ও মুকুলে ট্রিপস নামে এক ধরণের রোগ দেখা দিয়েছে।

এ কারণে আমের ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রোগ নিরাময়ে উপযুক্ত ওষুধ প্রয়োগ ও বাগান পরিচর্যার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ।

বৃষ্টির পরপরই এ রোগ দেখা দিয়েছে আম বাগানগুলোতে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ নিয়ে ঔষুধ প্রয়োগ করেও কোনো উপকার পাওয়া যায়নি। বাগান চাষী সানুমং মারমা আশংকা করছেন এই রোগের কারণে তাঁর আমের ফলন কমে যাবে।

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুর রহমান বলেন, তারা বাগান পরিদর্শন করে এই রোগ দমনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আজকের বাজার/আরজেড