খাবার স্যালাইন আবিষ্কারক ডা. রফিকুল ইসলাম আর নেই

ডায়রিয়া নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা খাবার স্যালাইনের অন্যতম আবিষ্কারক ডা. রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. রফিকুল ইসলাম হৃদরোগজনিত ও বয়সজনিত নানা জটিলতায় ভুগে আসছিলেন। রফিকুল ইসলামের জন্ম ১৯৩৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে। ষাটের দশকের মাঝামাঝি সময়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে আইসিডিডিআরবিতে যোগ দেন।

২০০০ সাল পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন। ব্রিটেনে ট্রপিক্যাল মেডিসিন ও হাইজিন বিষয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। আইসিডিডিআরবিতে তিনি ওষুধ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালালেও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ওআরএস।

খাবার স্যালাইন শরীরের পানি ও লবণের ঘাটতিপূরণ করে। ডায়রিয়ায় ঘন ঘন পাতলা পায়খানার কারণে অতি অল্প সময়ে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। তার আবিষ্কার করা খাবার স্যালাইন জীবন বাঁচিয়েছে কোটি মানুষের।

আজকেরবাজার/এসকে