খুলনায় ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও প্রতারক

খুলনায় ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শিববাড়ি মোড়ে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ব্যাংকের সিসি টিভির ফুটেজ দেখে প্রতারক সন্দেহে একজনকে আটক করে। তবে গ্রাহকের টাকা উদ্ধার হয়নি।

গ্রাহক আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ধীরেন্দ্র দেবনাথ ঠাকুরগাঁও নিজ বাড়িতে ওই অর্থ পাঠানোর জন্য ব্যাংকে এসেছিলেন।

পুলিশ জানায়, ধীরেন চন্দ্র দেবনাথ নামের একজন ওই টাকা জমা দিতে ব্যাংকে এসেছিলেন। তিনি টেবিলের পাশে টাকার ব্যাগটি রেখে ব্যাংকের জমা ফরম পূরণ করছিলেন। হঠাৎ দেখেন টাকা ভর্তি ব্যাগটি নেই। তিনি সাথে সাথে চিৎকার দিলে ব্যাংকের দারোয়ান গেট বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে টাকার ব্যাগ নিয়ে প্রতারক চক্রটি সরে পড়েছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল ইসলাম  বলেন, পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে প্রতারক সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে তিনি এ ঘটনায় জড়িত কিনা।