গাজা ‘পুনর্গঠন’ সহায়তার প্রতিশ্রুতি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ‘গাজা পুনর্গঠনে’ ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসরাইলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্টা করা হচ্ছে এ সংঘাত নিরসনের ‘একমাত্র উপায়’। খবর এএফপি’র।
বাইডেন আরো বলেন, তিনি গাজা ভূখন্ডের প্রধান নগরী জেরুজালেমে ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ বন্ধে ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া তিনি জোর দিয়ে বলেন, ‘ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে আমার প্রতিশ্রুতির কোন পরিবর্তন নেই।’
তিনি আরো বলেন, এ অঞ্চলে ইসরাইলের অস্তিত্ব ‘দ্ব্যর্থহীনভাবে’ মেনে না নেয়া পর্যন্ত ‘সেখানে কোন শান্তি হবে না।’