গার্মেন্টেস ফেব্রিক্সের রোলে কোকেন

আজকেরবাজার ডেস্ক: গার্মেন্টেসের ফেব্রিক্সের রোলের মধ্যে নিখুঁত খাঁজ করে বিশেষ কায়দায় লুকানো ৭৫০ গ্রাম কোকেন জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার শাখা থেকে বিমানবন্দর আর্মপুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) এর সহায়তা এ কোকেন জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার আল-আমিন জানান, কোকেন জব্দের পর আমদানিকারক গার্মেন্টস মালিক নিজ প্রতিষ্ঠানে তালা দিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন শুক্রবার টঙ্গী এলাকার একটি গার্মেন্টস পেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উগান্ডা থেকে ফেব্রিক্সের রোল আমদানি করে। সে রোলের মধ্যে করে কোকেন আমদানি করে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে এপিবিএন আর ঢাকা কাস্টমস যৌথভাবে কুরিয়ার শাখায় অভিযান চালায়। এতে ফেব্রিকের রোলের মধ্যে বিশেষ কায়দায় নিখুঁতভাবে খাঁজ কাটা হয়। কোকেন সামান্য ভিজিয়ে নরম করে রোলের খাঁজের মধ্যে পলিথিনের ওপর বসিয়ে এর উপর প্রলেপ দিয়ে তার ওপর ফেব্রিক্স বসিয়ে পলিথিন আর কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়।
সেখান থেকে খাঁজ কেটে ৭৫০ গ্রাম কোকেন জব্দ করা হয়। খুঁজে পাওয়ার পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এসে পরীক্ষা করে কোকেন নিশ্চিত করে। নিয়ম মেনে এ কোকেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হয়।
জানা যায় জব্দ কোকেনের মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা।
আজকেরবাজার:এলকে/এলকে/২৩এপ্রিল,২০১৭