গেইলের কান্না দেখে হাসলেন আম্পায়ার

ফের একবার ক্রিস গেইল প্রমাণ করলেন যে, তিনি শুধু ব্যাট হাতেই দর্শকদের বিনোদন দেবন, তার কোনও মানে নেই।ক্যারিবিয়ান মাঠের মধ্যে এমন এক একটা কাণ্ড ঘটান যে লাইমলাইট এমনিই তাঁর দিকে চলে আসে।

গত শুক্রবার গেইল মানসি সুপার লিগে (এমএসএল)। শেষ দু’বছর হলো দক্ষিণ আফ্রিকায় এই টি-২০ টুর্নামেন্ট শুরু হয়েছে। জোজি স্টারসের হয়ে গেইল খেলতে নেমেছিলেন পার্ল রকসের বিরুদ্ধে।

গতবারের চ্যায়ম্পিয়ন দল জোজি স্টারস সেদিন পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করেছিল। তিন উইকেট হারিয়ে ১২৯ রান তোলে তারা। গেইলকে ফিরতে হয়েছিল ১ রান করেই। রান ডিফেন্ড করতে নেমে স্টারসের হয়ে বোলিং ওপেন করেছিলেন গেইল।

গেইলের ওভারের শেষ বলটি গিয়ে লাগে পার্ল রকসের ওপেনিং ব্যাটস ম্যান হেনরি ডেভিসের প্যাডে বল লাগে কিন্তু আম্পায়ার কোন সাড়া দেয় না । এরপরই শিশুর মতো কান্না করেন গেইল।  গেইল সঙ্গে সঙ্গে এলবিডব্লিউ-র আবেদন জানান। আম্পায়ারকে প্রভাবিত করতে গেইল নকল কান্নার আশ্রয় নেন। যা দেখে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রায়ান হেনরিক্স হেসে ফেলেন। ঘটনাচক্রে গেইল এই ওভারে মাত্র ৫ রান হজম করেন ঠিকই। কিন্তু তাঁর দলকে চার উইকেটেই হারতে হয়।

আজকের বাজার/আরিফ