গোপালগঞ্জে তিন ইউনিয়ন লকডাউন

অধিকহারে করোনা রোগী শনাক্ত হাওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়, বোলতলী ও সাহাপুর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। লকডাউন কার্যকর করতে শুক্রবার সকাল থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সদর উপজেলার বোলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন একটি পরিবারের তিনজন। এছাড়া একজন মারা যান। পরে তার সংস্পর্শে আসা ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ আসে। এরপর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

গোপালগঞ্জ সিভিল সার্জনের অফিসের তথ্যমতে, ওই ইউনিয়ন দুটিতে নতুন করে আরো ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আরো ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। তেলিভিটা গ্রামে করোনা রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জন।

জেলায় এ পর্যন্ত ৩৭৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু মে মাসে আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৭ জন।

গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও মোহাম্মদ রাশেদুল রহমান জানান, লকডাউনে তিনটি ইউনিয়নের হাট-বাজার ও দোকানপাট বন্ধ থাকবে। সীমিত রাখা হবে গণপরিবহন চলাচল। অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ ও সরকারি অনুদান দেয়া হবে।