গ্রামীনফোনের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীনফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির ২২২ তম সভায় ৩০ জুন ২০২০ ছয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্র মতে, মুনাফার ৯৮ শতাংশ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৩০ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৭০ পয়সা।

অন্তবর্তীকালীন এ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট।