চট্টগ্রামে তিন পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট চলছে

চতুর্থ ধাপে চট্টগ্রামের তিন পৌরসভায় উৎসবমুখর পরিবেশে আজ রোববার ভোটের লড়াই শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পটিয়া, চন্দানাইশ ও সাতকানিয়া পৌরসভায়। এর মধ্যে সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর পদে ভোট হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের পৌরসভা নির্বাচনে পটিয়ার সবকটি কেন্দ্রে ইভিএমে এবং চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় ব্যালটের মাধ্যমে চলছে ভোট গ্রহণ।
পটিয়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, নৌকা প্রতীক নিয়ে আইয়ুব বাবুল, ধানের শীষের প্রতীক নিয়ে নুরুল ইসলাম সওদাগর, লাঙ্গল প্রতীক নিয়ে সামশুল আলম মাস্টার, মোমবাতি প্রতীক নিয়ে আলী হোসাইন।
পটিয়া পৌরসভায় এবারের নির্বাচনে ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোট গ্রহণ হবে। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন।
চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মাহাবুবুল আলম খোকা, বিএনপি মনোনীত মাহাবুবুল আলম চৌধুরী, এলডিপি মনোনীত এম. আইনুল কবির ও ইসলামী ফ্রন্ট মনোনীত ফারুক বাহাদুর। এছাড়া ৪৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৯ জন নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন।