চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ন্যাপ-এর ডিজি নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (ন্যাপ) মহাপরিচালক (ডিজি) মো. ফজলুর রহমান (৫৩)। আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

আজ শনিবার,১৩ মে সকালে স্থানীয় বারৈয়ারহাট আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে দুর্ঘটনার পর সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ফজলুর রহমান মারা যান বলে পুলিশ জানায়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গরিলাল চাকমা বলেন, গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ির থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন রাজিব বলেন, খাগড়াছড়িতে সরকারি একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের পরিবহন করা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ফজলুর রহমানসহ পাঁচজন আহত হন। পরে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে ফজলুর রহমান মারা যান।

নিহত ফজলুর রহমান ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ-এর মহাপরিচালক পদে যোগদান করেন। তা ছাড়া তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট, থানা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোড এলাকায়।

আজকের বাজার:এলকে/এলকে/১২ মে,২০১৭