চট্টগ্রামে ১০ মাস বয়সী শিশুসহ আরও ৪ জন করোনা আক্রান্ত

চট্টগ্রামে ১০ মাস বয়সী শিশুসহ নতুন করে মোট চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪টি পজিটিভ ও ১৩৬টি নেগেটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন বান্দরবানের রোগী ও একজন চট্টগ্রামের। চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামে আক্রান্ত শিশুটির বয়স ১০ মাস। বান্দরবানের ৩ জনের মধ্যে ২ জন থানচি ও ১ জন লামার বাসিন্দা।

এ নিয়ে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এ পর্যন্ত ১,৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ৪০ জনসহ এ পর্যন্ত মোট ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৮২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছে সরকার।