চলনবিলে মাঝিদের লাইফ জ্যাকেট প্রদান

চলনবিল ভ্রমণকারী ব্যক্তিদের নিরাপত্তা বিধানে নৌকার মাঝিদের ১০টি লাইফ জ্যাকেট প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকার ঘাটে মাঝিদের হাতে এসব লাইফ জ্যাকেট তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় জেলা প্রশাসক বলেন, জনসেবার জন্য প্রশাসন। তাই মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে জেলা ও উপজেলা প্রশাসন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, শরৎকালে সারাদেশ থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী চলনবিলে নৌকা ভ্রমণে আসেন। কূল-কিনারাবিহীন বিলের মাঝখানে অনেক সময় তীব্র স্রোতে নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলায় নৌকায় লাইফ জ্যাকেট থাকলে জীবন বাঁচাতে সহায়ক হবে। পর্যায়ক্রমে বিলসা খেয়া ঘাটের সকল মাঝিকে লাইফ জ্যাকেট প্রদান করবে উপজেলা প্রশাসন বলে জানান নির্বাহী অফিসার তমাল হোসেন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান