চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ছবি : ইন্টারনেট

চাঁদপুরে চলমান মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা চিকুনিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায় শাহরাস্তি থেকে একদল মাদক বিক্রেতা মাদকের চালান নিয়ে হাজীগঞ্জের দিকে প্রবেশ করছে। এর ভিত্তিতে পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি শুরু হয়। গোলাগুলির একপর্যায়ে সবাই পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়।

পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে গোলাগুলির সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন শাহরাস্তি থানার সহকারী উপ পরিদর্শক ওমর ফারুক, পুলিশ কনস্টেবল আবুল বাসার ও আনোয়ার হোসেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি ও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আজকের বাজার/একেএ