চাকরি হারালেন সৌদি সেনাপ্রধান

ছবি :ইন্টারনেট

সৌদি সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

গণমাধ্যমটির খবরে বলা হয়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সংবাদটি প্রকাশ করলেও সেনাপ্রধানকে কেন বরখাস্ত করা হলো এবং সেনা ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মাদেরই বা কেন পদ থেকে সরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কিছুই জানায়নি।

বিবিসির দেওয়া তথ্যমতে, সৌদি নেতৃত্বাধীন জোট প্রায় তিন বছর ধরে ইয়েমনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি জোট সেখানে কিছুটা বেকায়দার পড়ায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ সিদ্ধান্ত নিয়েছেন।

এরআগে, গেল বছর রাজপুত্র, মন্ত্রী, বিলিয়োনিয়ারসহ সৌদি আরবের প্রায় ডজনখানেক খ্যাতিমান ব্যক্তিকে রিয়াদের রিটজ কার্লটন নামক পাঁচ তারকা হোটেলে আটকে রেখেছিলেন সালমান বিন আব্দুল আজিজ। তাদের অপরাধ ছিল তারা রাজপুত্রের নেতৃত্বে দেশটির দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি গাড়ি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।

আরএম/