চীনের কয়লাখনিতে অতিমাত্রার কার্বন গ্যাসে ১৮ শ্রমিকের মৃত্যু

চীনের রাষ্ট্রীয়াত্ত্ব টিভি চ্যানেল বলছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে অতি মাত্রায় কার্বন মনোক্সাইডের উপস্থিতির কারণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চংকিংয়ের দিয়াওশিডং খনিতে শুক্রবার বিপর্যয়ের পরে একজন খনি শ্রমিককে জীবিত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধারকারীরা আরও পাঁচ জনকে খুঁজছন।

চীনের কয়লাখনিগুলো একসময় বিশ্বের সবচেয়ে ভয়াবহ হিসাবে ধরা হতো। কারণ আগে এসব খনিগুলোতে প্রতি বছরে গড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হতো। তবে প্রায় ১৫ বছর আগে নিরাপত্তা জনিত বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটিতে দুর্ঘটনার সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পায়।