চীনের কয়লা খনিতে দুর্ঘটনায় আটকে পড়া ১৯ শ্রমিককে উদ্ধারের চেষ্টা অব্যহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় আটকে পড়া ১৯ জন শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শরিবার দুপুরের দিকে কিংহাই প্রদেশের চাইদার কয়লা খনি কাদামাটিতে ঢেকে যায়। চীনে দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে প্রায়শই কয়লা খনিতে দুর্ঘটনা ঘটে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রনালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় চাইদারের খনিতে ২১ জন শ্রমিক কাজ করছিলেন এবং এদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরেক জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি ১৯ জন খনিতে আটকা পড়ে আছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, কিংহাই কর্তৃপক্ষ রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছে, ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির’ কারণে মাসের শুরুতে খনিটির উৎপাদন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
এজেন্সি জানায়, ২শ’ও বেশী উদ্ধারকারীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ কয়লা খনির নিরাপত্তা এবং দুর্ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে।