চীনে ছুটি শেষে রাজধানীতে ফিরে আসাদের জন্যে কোয়ারাইনটাইনের নির্দেশ

চীনে ছুটি শেষে রাজধানীতে ফিরে আসাদের জন্যে কোয়ারাইনটাইনের চীনা কর্তৃপক্ষের এক নির্দেশে বলা হয়েছে, ছুটি শেষে রাজধানীতে যারা ফিরে আসছেন তারা যেন নিজ উদ্যোগেই ১৪ দিনের কোয়ারাইনটাইনে থাকেন। চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেড় হাজারেরও বেশি লোক মারা যাওয়ার প্রেক্ষাপটে বেইজিং কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ছুটি কয়েকদিন বাড়ানো হলেও ধীরে ধীরে লোকজন রাজধানীতে ফিরতে শুরু করেছে। যদিও অনেকে তাদের বাড়ি থেকে অফিসের কাজ করছেন এবং স্কুলসমূহ এখনও বন্ধ রয়েছে।

বেইজিং মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের শুক্রবার জারি করা এক নির্দেশে বলেছে, যারা রাজধানীতে ফিরছে তাদেরকে ১৪ দিনের কোয়ারাইনটাইনে থাকতে হবে। এটি না মানলে শাস্তি ভোগ করতে হবে। সরকারি সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। তবে, কর্তৃপক্ষ এ নিয়ম কীভাবে বাস্তবায়ন করবে সংবাদ মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের খবরে বলা হয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আরো ২ হাজার ৬৪১জন নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের। গত ডিসেম্বর মাসে এই প্রদেশ থেকেই করোনা ভাইরাস পুরো চীনে ছড়িয়ে পড়েছে। দেশটিতে বর্তমানে ৬৬ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান