চীন থেকে আসা সকলকে কোয়রানটাইনে থাকতে হবে: হংকং

চীন থেকে হংকংয়ে আসা সকলের জন্যে দু’সপ্তাহের কোয়রানটাইন বাধ্যতামূলক করেছে সেখানকার কর্তৃপক্ষ। শনিবার থেকে এটি কার্যকর হবে। হংকং নেতা বুধবার এ ঘোষণা দেন। মারাত্মক করোনাভাইরাস প্রতিরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এ পদক্ষেপ কিভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেননি। তবে, তিনি বলেছেন, পরবর্তী বিষয়গুলো আগামী কয়েকদিনের মধ্যে জানানো হবে। তিনি বলেন, পদক্ষেপটি কঠোর। কিন্তু আমার ধারণা চীন থেকে আসা সকলকে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের জন্যে কোয়রানটাইনে রাখা হলে সেখান থেকে আসা লোকের সংখ্যা কমে যাবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান