চীন থেকে কোনো ফল আমদানি করা হচ্ছে না: কৃষিমন্ত্রী

চীন থেকে এই মুহূর্তে কোনো ফল আমদানি করা হচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, চীন থেকে কোনো ফল এই মুহূর্তে আমদানি করা হচ্ছে না। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে চীন থেকে ফল আমদানি বন্ধ আছে।

রমজান মাসে চীন ব্যতীত অন্য সব দেশ থেকে ফল আমদানি করা হবে বলেও জানান ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি আরো বলেন, রমজান মাসে ফলের কোনো সমস্যা হবে না বাজারে।

আজকের বাজার/এমএইচ