চ্যারিটির জন্য বিশেষ সম্মান পেলেন মার্কাস রাশফোর্ড

সাধারণত এমন জিনিস সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন না। তবে সম্প্রতি যে সম্মানটা তিনি পেলেন সেটা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেওয়ার লোভ সামলাতে পারলেন না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। করোনার জেরে দীর্ঘ লকডাউনের মাঝে চ্যারিটির জন্য ‘হাই শেরিফ অফ গ্রেট ম্যাঞ্চেস্টারে’র বিশেষ স্বীকৃতি লাভ করলেন ইংরেজ স্ট্রাইকার।

যুক্তরাজ্যের জনপ্রিয় চ্যারিটি এবং কমিউনিটি গ্রুপ ‘ফেয়ার শেয়ারে’র সঙ্গে যুক্ত হয়ে লকডাউনের মাঝে দুঃস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন রাশফোর্ড। লকডাউনের মাঝে খাবারের অপচয় রুখতে এবং মানুষের মুখে খাবার তুলে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল স্বেচ্ছাসেবী সংগঠনটি। তহবিল গড়ে প্রায় ৪ লক্ষ শিশুর মুখে খাবার তুলে দেওয়াই ছিল তাঁদের লক্ষ্য। ‘ফেয়ার শেয়ারে’র হয়ে তহবিলে অর্থ সংগ্রহ এবং তারপর শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন ম্যান ইউ’য়ের তারকা স্ট্রাইকার।