জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ

জবি_rtvonline.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে স্বপদে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি।

প্রধান ফটক বন্ধ করে দেয়ার কারণে কলা অনুষদের পকেট গেট খুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষক।

এসময় শিক্ষার্থীরা বলেন, আগামী ১০ কার্যদিবসের মধ্যে অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে স্বপদে পুনর্বহাল করতে হবে। না হলে লাগাতার ধর্মঘট চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে মূল ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এরআগে গতকাল বুধবার দুপুরে জরুরি সভা শেষে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা।

উল্রেখ্য, ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠকে প্রকাশনা জালিয়াতির অভিযোগে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। পরে ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কলাভবন ও বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে এ ধর্মঘটে অংশ নেন।

আজকের বাজার/একেএ/