জঙ্গি সুমাইয়া ১০ দিনের রিমান্ডে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুর আস্তানায় আত্মসমর্পণকারী নারী জঙ্গি সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সুমাইয়াকে রাজশাহীর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আলতাফ হোসেন সংবাদিকদের জানান, আত্মসমর্পনকারী জঙ্গি সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবদেন জানানো হয়। শুনানি শেষে বিচারক তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য বেরিয়ে আসবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানায় ৫ জঙ্গিসহ ৬ জন নিহতের ঘটনায় শনিবার সন্ধ্যায় গোদগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক নাইমুল হক বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মামলায় নিহত পাঁচ জঙ্গি ও আত্মসমর্পণকারী জঙ্গি সুমাইয়াসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামী করা হয়।

প্রসঙ্গত,  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামে বৃহস্পতিবার সন্দেহজনক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫ জঙ্গি নিহত হয়। এছাড়া অভিযানে জঙ্গিদের হামলায় আব্দুল মতিন নামে একজন ফায়ার সার্ভিস কর্মীও নিহত হন। পরে দুই শিশুসহ সুমাইয়া আত্মসমর্পণ করেন।

আজকের বাজার: আরআর/ ১৪ মে ২০১৭