জনগণের কথা বিনয়ের সঙ্গে শোনার অঙ্গীকার হংকং নেতার

হংকংয়ের অজনপ্রিয় নেতা ক্যারি ল্যাম বলেছেন, তার সরকার জনগণের কথা বিনয়ের সঙ্গে শুনবে। স্থানীয় পরিষদ বা ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে গণতন্ত্রীপন্থীদের বিপুল বিজয়ের পর সোমবার তিনি এ কথা বলেন। সরকারের তরফ থেকে ইস্যু করা এক বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার অবশ্যই নাগরিকদের মতামত বিনয়ের সঙ্গে শুনবে।

রোববার অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনে ১৮টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে ১৭টিতেই গণতন্ত্রীপন্থীরা জয়লাভ করেছে। হংকংয়ে গত কয়েকমাসের বিক্ষোভ সহিংসতার প্রেক্ষিতে এ নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনের এ ফলাফলকে সরকার সম্মান জানাবে বলে ক্যারি ল্যাম উল্লেখ করেন। চলতি বছর ল্যামের সরকার প্রত্যার্পন বিল উত্থাপন করলে এর বিরুদ্ধে পুরো হংকংজুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। বিলটি প্রত্যাহার করা হলেও ক্যারি ল্যামের পদত্যাগসহ আরো কিছু দাবিতে বিক্ষোভ অব্যাহত থাকে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান