জনসমাগম শনাক্তে ড্রোন ব্যবহার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ

করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম সনাক্তে এবার ড্রোনের ব্যবহার শুরু করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। জনসমাগম চোখে পড়লেই নিচ্ছেন ব্যবস্থা। প্রযুক্তির ব্যবহারে কম জনবলে বেশি সেবা দেয়া যাচ্ছে বলছেন পুলিশ সুপার।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক ঘোরাঘুরি আর আড্ডাবাজি বন্ধে রয়েছে সরকারের নির্দেশনা। কিন্তু বেশিরভাগ মানুষই মানছেন না তা। পুলিশের নজর ফাঁকি বের হচ্ছেন প্রয়োজনে-অপ্রয়োজনে।

এ পরিস্থিতিতে মানুষকে ঘরে ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছে সাতক্ষীর জেলা পুলিশ। এলাকার মানুষের ওপরে নজরদারি বাড়াতে উদ্যোগ নিয়েছে ড্রোন ব্যবহারের।

ড্রোনের মাধ্যেমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্ণিত করা হচ্ছে জনসমাগম, আর চোখে পড়লেই নেয়া হচ্ছে ব্যবস্থা।

প্রযুক্তির ব্যবহার করে চাইলে কম জনবল দিয়েও, বেশি সেবা দেয়া সম্ভব বলছেন জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

পুলিশের ব্যতিক্রমী এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

কোভিড-19 সংক্রমণ মানুষকে নিরাপদ রাখতে প্রযুক্তির এই ব্যবহার সুফল বয়ে আনবে বলে মনে করেন জেলা পুলিশ।