জনির চিকিৎসায় দ্বিতীয়বারের মত আর্থিক সহায়তা দিল ফিফা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনির পায়ের চিকিৎসায় ৩ লাখ ৯৮ হাজার ৬শ ৮৪ টাকার সহায়তা অনুমোদন দিয়েছে ফিফা। ‘ক্লাব সুরক্ষা’ প্রকল্পের আওতায় দ্বিতীয়বারের মত জনির চিকিৎসার জন্য এই আর্থিক সহায়তা বরাদ্দ করে ফিফা।

গত বছরের ১০ সেপ্টেম্বর ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে তাজিকিন্তানের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দিন অনুশীলনে পায়ের ইনজুরিতে পড়েন জনি।

জনির জন্য আরও একটি অনুদান রয়েছে। যা ফিফার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ফিফা) এই বিষয়ে ফিফার সাথে যোগাযোগ করবে। ফিফা ইতোমধ্যে জনি চিকিৎসার সকল কাগজপত্র পেয়েছে।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) কাছ থেকে গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক আবেদনের পর পায়ের চিকিৎসার জন্য ফিফার কাছ থেকে প্রথম ৪ লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছিলেন জনি।