জানুয়ারিতে ন্যাটো-রাশিয়া পরিষদ বৈঠকের আশা করছেন ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ আগামী মাসে ন্যাটো-রাশিয়া পরিষদের বৈঠক আশা করছেন এবং এতে তাদের উপস্থিতি নিশ্চিত করতে তিনি মস্কোর সাথে যোগাযোগ করছেন। রোববার জোটের এক মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
স্টলটেনবার্গ এ পরিষদের মাধ্যমে মস্কোর সাথে সংলাপ ফের শুরু করতে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। ২০০২ সালে এ পরিষদ গঠিত হলেও ইউক্রেনে সংঘাতের কারণে বর্তমানে তা নিষ্ক্রিয় রয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ অনূকুল জবাব দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই মুখপাত্র বলেন, ‘আমরা আগামী ১২ জানুয়ারি এ বৈঠকের ব্যাপারে রাশিয়ার সাথে যোগাযোগ করছি।’
ন্যাটো ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে রাশিয়ার জোরপূর্বক ক্রিমিয়া দখল করে নেয়ায় কঠোরভাবে নিন্দা জানায় এবং তাদের প্রতিবেশি দেশের ভূখন্ডগত সার্বভৌমত্বের ব্যাপারে সম্মান জানাতে মস্কোর প্রতি আহ্বান জানায়।