জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারালো ১১২ জন

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৫১টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ১৭৯টি ঘটনা পর্যালোচনা করে ১১২ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

এদিকে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৮৯ নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৫ জন ঢাকার হাসপাতালে ভর্তি নিয়েছেন।

এডিস মশার কামড় থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৭ হাজার ৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯৫ হাজার ৯৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৩৭ জন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ