জাবিতে নবীন বরণ অনুষ্ঠিত

ভর্তির দীর্ঘ ছয় মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ অনুষ্ঠান হয়েছে।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

নবীন শিক্ষার্থীদের ‘বিশ্বের ছাত্র’ হওয়ার নির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, ‘শুধু সার্টিফিকেট অর্জনের পিছনে ঘুরলে হবে না। কারণ এর মূল্য পাঁচ টাকার বেশি না। কিন্তু সার্টিফিকেটের পেছনে যে মানুষটা তার মূল্য অনেক বেশি।’

‘সার্টিফিকেট শুধু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাহিরে তুমি কি জান তাই তোমার স্বীকৃতি এবং সেটাই তোমাকে সংজ্ঞায়িত করবে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জ্ঞানের অন্যান্য শাখায়ও বিচরণ করতে হবে।’

নবীন শিক্ষার্থীদের মাদকাসক্ত না হওয়ায় আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মাদকের প্রাদুর্ভাব বেড়েছে। তাই আমরা চিন্তা করছি ড্রাগ টেস্টের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা যায় কিনা। ভর্তি কমিটির প্রস্তাবে আমরা এ বিষয়টি রেখেছি।’

তিনি আরও বলেন, ‘জ্ঞান চর্চার জন্য একটি উন্মুক্ত পরিবেশ হচ্ছে বিশ্ববিদ্যালয়। এর মানে এই না যে রাত ৩টা পর্যন্ত সুপারিতলায় বসে আড্ডা দিবা। সেখানে কোনো জ্ঞান চর্চা হয় না। হলের মধ্যেই পড়ালেখা করতে হয়। ওখানে যা হয় তা তোমাদের ফ্যামিলি বাবা-মা কখনই মেনে নিবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা তোমাদের বাবা-মায়ের মতই। আমরাও মেনে নিতে পারি না।’

অনুষ্ঠানে অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ।

নাঈম/রাসেল/