জামায়াতকে নিয়ে নির্বাচনে যাওয়া ভুল ছিল: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে একাদশ সংসদ নির্বাচনে যাওয়া নিজের দলের জন্য ভুল ছিল বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি এবং ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে প্রকাশ্যে বলেছি যে নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিষয়ে আমি জানতাম না। যখন আমি সম্মতি দিয়েছিলাম…জামায়াতের কথা আমার জানা ছিল না। আমি মনে করি আপনারা (সাংবাদিক) একে ভুল ছিল বলতে পারেন।’

শনিবার গণফোরামের আরামবাগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তিনি জামায়াতের সাথে কখনও রাজনীতি করেননি এবং ভবিষ্যতেও তা করবেন না।

‘আমার অবস্থান পরিষ্কার, আমরা জামায়াতের সাথে কখনও রাজনীতি করিনি এবং ভবিষ্যতে করার চিন্তাও করছি না। কিন্তু আপনারা জামায়াতের সাথে রাজনীতি করার বিষয়ে যা বলছেন, আমাদের তা জানা ছিল না,’ যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ড. কামাল জানান, ঐক্যফ্রন্টকে অটুট রাখতে এবং আরও শক্তিশালী করতে নিজেদের জোট থেকে জামায়াতকে ত্যাগ করতে বিএনপির ওপর চাপ দেবেন তারা। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ