জার্মানীতে করোনার নতুন ঢেউ

জার্মানীতে করোনার নতুন ঢেউ আঘাত হেনেছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাচ বুধবার এ কথা জানান।
একইসঙ্গে তিনি সবচেয়ে ঝুঁকিপূর্ণদের চতুর্থ দফার টিকা দ্রুত নেয়ারও আহ্বান জানিয়েছেন।
‘দৈনিক রাইনিশ পোস্ট’কে তিনি বলেন, গ্রীস্মে করোনা সংক্রমণ বাড়বে বলে যে ঘোষণা দেয়া হয়েছিল তা এখন বাস্তবে রূপ নিয়েছে।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানীতে গত কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ কমে আসছিল। কিন্তু নতুন করে এখন তা আবার উর্ধ্বমুখী।
এর কারণ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ভাইরাসের নতুন এ ধরনটি খুব সহজেই ছড়িয়ে পড়ছে এবং করোনা প্রতিরোধকল্পে নেয়া পদক্ষেপগুলোও তুলে দেয়া হয়েছিল।
তিনি সংক্রমণ প্রতিরোধে আবারও ঘরের ভেতরেও মাস্ক পরা বাধ্যতামুলক হিসেবে ঘোষনা দিয়েছেন।
জার্মানীতে গত সাতদিনে বুধবার পর্যন্ত প্রতি লাখে সংক্রমণ ৪৭২.৪ পর্যন্ত পৌঁছেছে।
উল্লেখ্য, জামার্নীতে কর্তৃপক্ষ মার্চ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে নেয়া পদক্ষেপসমূহ শিথিল করে।