বাংলাদেশকে ৩৩৭.২ মিলিয়ন ইউরো দেবে জার্মানী

জার্মানী জ্বালানি ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৩৩৭ দশমিক ২০ মিলিয়ন ইউরো দেবে। এ লক্ষ্যে রোববার ১৪ জানুয়ারি শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) দু’দেশের মধ্যে কারিগরি সহযোগিতা, সায়েদাবাদ পর্যায়-৩-এর জন্য অর্থনৈতিক সহযোগিতা শীর্ষক তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ চুক্তিতে স্বাক্ষর করেন।

কারিগরি সহযোগিতা ২০১৬’র আওতায় বিভিন্ন প্রকল্পে ৩১ মিলিয়ন ইউরো অনুদান এবং অর্থনৈতিক সহযোগিতা-২০১৬’র আওতায় ২১৬ দশমিক ২০ মিলিয়ন ইউরো ঋণ ও অনুদান হিসেবে দেয়া হবে।

এ ছাড়া জলবায়ু অভিযোজন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের জন্য ৯০ মিলিয়ন ইউরো দেবে জার্মানী। চুক্তিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন সংস্থা হচ্ছে বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, ওয়াসা ও বন ও পরিবেশ মন্ত্রণালয়।

সূত্র: বাসস

আজকের বাজার:এলকে/ ১৪ জানুয়ারি ২০১৮