জয়পুরহাটে অমর একুশে পালনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জয়পুরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল ১০টায় এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা কালচারাল অফিসার মহাতাব উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আমিনুল হক বাবুল, জয়পুরহাট থিয়েটারের সভাপতি উৎপর কুমার মন্ডল, শ্যামল সাহা, নন্দলাল পার্শী প্রমূখ।

কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। ওই দিন ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরিসহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন । শহীদ মিনার চত্বরে শিশুদের জন্য রচনা, সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে শিশু একাডেমি জয়পুরহাট জেলা শাখা। এ ছাড়াও অমর একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির শিল্পীরা নাটকসহ একুশের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায়। গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়ছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান