জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৩ হাজারের অধিক

জেলার পাঁচ উপজেলার ৩১টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করবে ১৩ হাজার ২শ ৮ জন শিক্ষার্থী। বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় থাকা ও ঝড়ে পড়া রোধসহ শিক্ষা ক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কারণে জয়পুরহাট জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা এবার বৃদ্ধি পেয়েছে। জেলার পাঁচ উপজেলার ৩১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এবার জেলায় ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৩শ ৬৫ জন পরীক্ষার্থী ১৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ও ১১৪টি মাদ্র্র্রাসার ২ হাজার ৬শ ৫ জন শিক্ষার্থী ৭টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ ছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৬টি কেন্দ্রে অংশগ্রহণ করবে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২শ ২৮ জন ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় একটি কেন্দ্রে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। জয়পুরহাটে সুষ্ঠু এবং শান্তিপূর্র্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জেলায় শান্তিপূর্ণ

পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্রে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানান পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্র জানায়, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় এবারের এসএসসি ও সমমানের ১৩ হাজার ২শ ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৫৩ জন ছাত্র ও ৭ হাজার ৪শ ৫৫ জন ছাত্রী রয়েছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান