জয়পুরহাটে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত

পবিত্র রমজান মাস উপলক্ষে গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে জেলায় টিসিবির ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, চলবে আগামী ২০ মে পর্যন্ত।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ
(টিসিবি) ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে গত ২৪ মার্চ থেকে। গতকাল ২০ এপ্রিল পর্যন্ত ২৬ দিনে টিসিবি’র পণ্য বিক্রির মধ্যে রয়েছে ৪০ টন চিনি, ৫০ হাজার লিটার সোয়াবিন তেল, ৫ হাজার ৯৫০ কেজি মসুর ডাল ও ৪ হাজার কেজি ছোলা।

জেলা শহরের বিভিন্ন এলাকায় এ পণ্য বিক্রি কার্যক্রম আগামী ২০ মে পর্যন্ত (শুক্রবার বাদে) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।
টিসিবি’র পক্ষ থেকে জানানো হয়, জেলায় ৪ জন ডিলার তাদের নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি চিনি, ৮০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ লিটার সোয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও দুই কেজি ছোলা কিনতে পারবেন।

সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে জেলা শহরের পৌর এলাকায় ওয়ার্ড ভিত্তিক ওই পণ্য বিক্রি করা হচ্ছে। যে ওয়ার্ডে বাসিন্দা সেই ওয়ার্ডের নির্ধারিত দিনে জাতীয় পরিচয় পত্র দেখিয়ে পণ্য কিনতে পারছেন বলে জানান, জয়পুরহাট টিসিবি’র ডিলার জগন্নাথ সাহা।

টিসিবি’র পণ্য বিক্রির দুটি স্থান সরেজমিন ঘুরে দেখা যায়, সাধারণ ভোক্তাদের অধিক ভিড়। তারা করোনা ভাইরাসের কারণে সচেতনতা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহ করছেন। ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য কিনতে পেরে খুশি বলে জানালেন মাস্টাারপাড়া মহল্লার ভোক্তা রেজাউল ইসলাম, নূরনগর এলাকার ভোক্তা হেলাল উদ্দিন। সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি সহ টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম রোধে জেলা প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে বলে জানান জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।