ঝুঁকির মধ্যেই পাহাড়ে গড়ছে নতুন আবাসন

পাহাড় ধসে মৃত্যুর ঝুঁকি, অতি বৃষ্টি, ঝড়-তুফান, ভূমিকম্পসহ অসংখ্য ঝুঁকির মধ্যেই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে শত শত পরিবার বসবাস করছে। গড়ে উঠছে নতুন নতুন আরও আবাসন। যে কোনো মুহূর্তে পাহাড় ধসের আশঙ্কা থাকা সত্ত্বেও তারা সপরিবারে থাকছেন। এ ধরনের ঘটনা হরহামেশা পাহাড়ে ঘটছে। তারপরও ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে কেউ যেতে চায় না।

এদিকে পার্বত্য এলাকার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে পাহাড় কেটে শত শত স্থায়ী পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। এসব পাকা ভবনের বেশিরভাগ চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে গড়ে তোলা হয়েছে। পাহাড় কাটার কারণে এমনিতেই মাটি আলগা হয়ে আছে। তার উপর ভারী আবাসন তৈরি করায় যে কোনো মুহূর্তে মাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

এসব ঘরবাড়ি ও আবাসন প্রকাশ্যে নির্মাণ করা হলেও স্থানীয় প্রশাসন বা কোনো মহল থেকে কখনো কেউ বাধা দিচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা।

আজকের বাজার: আরআর/ ০৭ মে ২০১৭