টপটেন লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের টপটেন লুজার বা দর পতনের শীর্ষে চলে আসে। গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর কমেছে ১২.৮২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের শেষ দিন ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ১২.৮২ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৯২ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৮ লাখ ৯১ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১২ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ২৮ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ লাখ ৭১ হাজার টাকা।

রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বচ্চ দর কমেছে ১১ দশমিক ৭৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-রানার অটোমোবাইলসের ১০.৩৮ শতাংশ, আমান ফিডের ১০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.৭০ শতাংশ, আফতাব অটোর ৯.৫১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, এমএল ডাইংয়ের ৯.০৯ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার দর ৮.৫৩ শতাংশ কমেছে। সূত্র – কর্পোরেট সংবাদ।

আজকের বাজার/ এ.এ