টস নিয়ে সংশয়ে মাশরাফি,

ঢাকার এমন শীতে কুয়াশার উপস্থিতি সকাল থেকে রাত পর্যন্ত। এই অবস্থায় যখন ম্যাচগুলো দিবারাত্রির তখন সব দলের টিম ম্যানেজমেন্টের মাথায় ঘুরছে একই চিন্তা ‘ডিউ ফ্যাক্টর’। আসছে তিনজাতি সিরিজে ডিউ বড় ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াতে পারে। আর এই কারণেই মাশরাফি নিজেও সংশয়ে। টসে জিতলে কি করবেন?
প্রশ্নের জবাব এখনো শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে খুঁজে না পেলেও ওই দুই দলের অধিনায়কের চেয়ে মাশরাফিরা তো এগিয়েই। কারণ, টাইগাররা তো গত মাসের শেষ থেকেই প্র্যাকটিসে ব্যস্ত এমন পরিবেশে। সপ্তাহখানেক ধরে একটু বেশি শীত ও কুয়াশা। বাকি দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এমন কন্ডিশনটাও বেশি পরিচিত হয়ে উঠেছে ঘরের মাঠে দুর্র্ধষ মাশরাফির বাংলাদেশের জন্য।
ক্রমশ বাড়ছে শীত। রোববারও তো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম কুয়াশায় মোড়া ভর দুপুরেও। সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে মাশরাফি তাই টস ও শিশির প্রসঙ্গ আসতেই একটু ধন্ধে পড়ে গেলেন, ‘আসলে আমরাও ডাউটে আছি…ব্যাটিং করলে ভালো হবে নাকি বোলিং করলে ভালো হবে। এটা কুয়াশার উপর নির্ভর করে। ভারী কুয়াশা পড়লে আবারও শিশির বেশি না পড়লে বোলিংটা ভালো হয়। তাই ব্যাপারটা নির্ভর করছে নির্দিষ্ট দিনটাতে আবহাওয়া কেমন থাকছে।’

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা মাশরাফিদের। আর সব মিলে কুয়াশা সংশয়ে ফেললেও মাশরাফিও প্রকারন্তে কুয়াশাকে সংশয়ে ফেলতে দেরি করেন না! কথাটা প্রতীকী। কিন্তু সব জয়ের প্রত্যয় নিয়ে ডিউ ফ্যাক্টরকে বেশ দূরে ঠেলে বাংলাদেশ অধিনায়ক কি বলেন সেটাই শুনুন। প্রথমে বলে নেন, ‘অবশ্যই একটু বেশি কুয়াশা থাকছে। তো ক্যাচিংয়ে একটু সমস্যা হতে পারে। আমরা অনুশীলন করছি শেষ কয়েকদিন ধরে। আলোর নিচেও করেছি। আশা করি কিছুটা হলেও সবাই ধারণা পেয়েছে কেমন হবে। বাকিটা প্রয়োগের ওপর নির্ভর করবে।’
নিজেদের শক্তির কথা মনে করিয়ে দিয়ে এই প্রসঙ্গটার ইতি মাশরাফি টানেন এভাবে, ‘আমার মনে হয় এটা (ডিউ ফ্যাক্টর) নিয়ে না ভেবে আমরা শুরুতে ব্যাটিং কিংবা বোলিং যেটাই পাইৃহয়তোবা কালকে টস জিতলে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু প্রয়োগটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না ব্যাটিং-বোলিং ওরকম কোনো পার্থক্য তৈরি করবে। আবার ওই পার্থক্য কমানোর খেলোয়াড় এবং সামর্থ্য আমাদের আছে। আমি মনে করি ওই দিকেই নজর থাকা গুরুত্বপূর্ণ।’
আজকের বাজার: সালি / ১৪ জানুয়ারি ২০১৮