টাইগার পেসারদের দায়িত্ব নিলেন রামানায়েকে

বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালসকে দেওয়া হয়েছে খন্ডকালিন প্রধান কোচের দায়িত্ব। তাই ওয়ালসের পদোন্নতিতে পেস বোলিং কোচ করা হয়েছে চাম্পাকা রামানায়েকে।

আগামী মাসে শুরু হতে যাওয়া নিধাস ট্রফি’র জন্য বাংলাদেশের পেস বোলারদের দায়িত্ব পান রামানায়েকে। একই সাথে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাইমন হেলমট।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতদিন মঙ্গলবার নিজাম উদ্দিন সাংবাদিকদেরকে জানান, টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হেলমটকে দেওয়া হয়েছে ব্যাটিং কোচের দায়িত্ব। পৃথিবীর বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতার কথা আমরা বিবেচনা করেছি। সেইসাথে বোলিং কোচ হিসেবে যুক্ত করেছি রামানায়েকেকে।

তিনি আরো বলেন, এই দুই জন বাড়তি সদস্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা সংক্ষিপ্ত সময়ের একটি সফর। তাই আমরা ঠিক করেছি, এই কয় জনের মধ্যে আমরা সীমিত রাখব।

আগামী ৪ মার্চ কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ৬ মার্চ উদ্বোধণী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। বাংলাদেশ মাঠে নামবে ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

 

এমআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮