টাকা নয়, কৃষি খাতের জন্য প্রয়োজন সহযোগিতা: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি খাতের জন্য টাকার কোনো সমস্যা নেই। প্রয়োজন সহযোগিতার। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য।

বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক আলু কেন্দ্রের (আপিসি) সহায়তায় আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষিখাতের বিদ্যমান সমস্যা নিরসন করে উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এরআগে তিনটি ঘোষণা এসেছে, যার মধ্যে দুটি ছিল ধান নিয়ে আর একটি সামগ্রীক কৃষির বীজ নিয়ে।

তিনি বলেন, আলু বিশ্বের অন্যতম প্রধান ফসল। বাংলাদেশে উৎপাদনের দিক থেকে ধান, গম ও ভুট্টার পরেই চতুর্থ স্থানে আছে আলু। বাংলাদেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। কয়েক বছর যাবত আলুর উৎপাদন আমাদের চাহিদার চেয়ে ৩৫-৪০ লাখ মেট্রিক টন বেশি হচ্ছে। তাই যে কোনো ফসলের উৎপাদন নির্ভর করে বীজের ওপর, মানসম্মত ভালো বীজ হলে উৎপাদনও ভালো হবে।

মানসম্মত বীজের জন্য আঞ্চলিক সহযোগিতা জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিবেশ ও জলবায়ুজনিত সমস্যা মোকেবিলা করে ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভালো বীজের বিকল্প নেই। এক্ষেত্রেও পারস্পরিক সহায়তার প্রয়োজন রয়েছে।