টাঙ্গাইলে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

টাঙ্গাইলে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে মারা যাওয়া শাহজাহান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাগমা গ্রামের জাহেদ কামালের ছেলে।

বৃহস্পতিবার ভোরে বেরীবাইদ গ্রামে গৃহবধূ কুলসুম সাংমার বাড়ি থেকে গরু চুরি করার সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পিকআপ যোগে আসা ৭-৮জন দুর্বৃত্ত পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়ে। এ সময় এলাকাবাসী গরু চোর সন্দেহে আটককৃত ব্যক্তিকে গণধোলাই দেয়।

এ বিষয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন আহমেদ জানান, জনতার গণধোলাইয়ে আহত শাহজাহানকে উদ্ধার করে সকাল ৯টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মধুপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান