টিসিবির ৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু আজ

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আজ মঙ্গলবার থেকে সারা দেশে ন্যায্যমূল্যে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিত্যপ্রয়োজনীয় পণ্য তিনটির মধ্যে রয়েছে- সয়াবিন তেল, ডাল ও চিনি।

বিক্রি শুরু করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সোমবার টিসিবি তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন।

তিনি বলেন, সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা, চিনি প্রতি কেজি ৪৭ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৪৪ টাকায় বিক্রি করা হবে।

হুমায়ুন কবির বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার থেকে পণ্য বিক্রি শুরু করবো। খুচরা বাজারের তুলনায় আমরা অনেক কম মূল্যে বিক্রি করবো।

টিসিবি’র এ মুখপাত্র বলেন, আসন্ন রমজানে ৫ দিন আগে থেকে ছোলা এবং খেজুর বিক্রি করা হবে। এবার দেড় হাজার মেট্রিক টন ছোলা এবং ১০০ মেট্রিক টন খেজুর বিক্রির পরিকল্পনা রয়েছে। পরে এগুলোর দাম জানিয়ে দেয়া হবে।

তিনি বলেন, আমরা সারা বছরই তেল ও চিনি বিক্রি করি। তাই আমাদের কাছে এসব পণ্যের স্টক পর্যাপ্ত রয়েছে। চাহিদার দুই থেকে তিনগুণ পরিমাণ তেল ও ডালের মজুদ রয়েছে। আশা করছি ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য পাবে। পণ্যের মূল্যসহ বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে জানিয়ে দেবো।

আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া টিসিবির এই কার্যক্রম রমজানের শেষ দিন পর্যন্ত চলবে।

আজকের বাজার/এমএইচ