টি-টোয়েন্টিতে জিততে দু’জন ব্যাটারই যথেষ্ট : রশিদ

টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জিততে দু’জন ব্যাটারই যথেষ্ট বলে মনে করেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চদশ আসর খেলতে ভারতের আছেন আফগানিস্তানের রশিদ। চলমান আসরে গুজরাট লায়ন্সের হয়ে খেলছেন রশিদ। ৬ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন এই লেগি। আর ব্যাট হাতে তিন ম্যাচে নামতে পেরেছেন রশিদ। এরমধ্যে গুজরাটের ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষদিকে ঝড়ো গতিতে ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেন রশিদ।

রশিদের সাথে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের অপরাজিত ৯৪ রানের উপর ভর করে ১৭০ রানের টার্গেট ১ বল বাকী থাকতে স্পর্শ করে ৩ উইকেটের নাটকীয় জয় পায় গুজরাট। ঐ ম্যাচে মিলার ও রশিদের পর তৃতীয় সর্বোচ্চ রান ছিলো ১২। তাই ম্যাচ শেষে রশিদ বলেন , টি-টোয়েন্টিতে দু’জন ব্যাটারের বড় ইনিংসই যথেষ্ট।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে দু’জন ব্যাটার প্রয়োজন হয়। যারা বড় ইনিংস খেলবে এবং শেষ পর্যন্ত থেকে দলের জয় নিশ্চিত করবে।’

জাতীয় দলের মূলত বোলার হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় রশিদ। কারন তিন ফরম্যাট মিলিয়ে ইতোমধ্যেই ১৪৩ ম্যাচে ২৯০ উইকেট নিয়েছেন তিনি। আর ব্যাটিংয়ে টেস্টে ১টি ও ওয়ানডেতে ৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।

তবে চেন্নাইয়ের বিপক্ষে যেভাবে ব্যাট করেছেন রশিদ, তাতে তাকে জেনুইন একজন ব্যটারই মনে হয়েছে। ২১ বলের টনের্ডো ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন রশিদ। নিজের ব্যাটিং নিয়ে রশিদ বলেন, ‘ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। নিজেকে অলরাউন্ডার মনে করি এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।’

কুঁচকির ইনজুরির কারনে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি গুজরাটের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ঐ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিতে পেরে উচ্ছসিত তিনি। রশিদ বলেন, ‘কোনও দলকে নেতৃত্ব দেয়া আমার স্বপ্ন ছিল। জয় পাওয়ায় এটি আরও বেশি স্মরণীয় হয়ে থাকলো।’

আফগানিস্তানকে ২টি টেস্টে, ৭টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রশিদ। তার অধীনে টেস্ট-ওয়ানডেতে ১টি করে জয় ও টি-টোয়েন্টিতে ৪টি ম্যাচে জয় পায় আফগানরা। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান