টোকিও অলিম্পিক ২০২১ সালে হওয়া নিয়েও সন্দেহ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ বছর স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিক আগামী বছর অনুষ্ঠিত হওয়া নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

শুক্রবার টোকিও অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী বলেন, স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক পরের বছর অনুষ্ঠিত হতে পারে- এমন নিশ্চয়তা তিনি এ মুহূর্তে দিতে পারবেন না।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার দেশে করোনা মোকাবিলায় এ সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করেন।

টোকিও অলিম্পিক কমিটির সিইও তোশিরো মুটো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি না কেউ বলতে পারবে কি না যে আগামী জুলাইয়ের মধ্যে এটি (ভাইরাস) নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কি না।’

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই আপনাকে স্পষ্ট উত্তর দেয়ার মতো অবস্থানে নেই।’

করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপানের আয়োজকরা এ বছরের প্রতিযোগিতা ২০২১ সাল পর্যন্ত স্থগিত করে।

এ বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার নতুন সূচি অনুযায়ী প্রায় এক বছর পর ২০২১ সালের ৮ আগস্ট সমাপনী অনুষ্ঠান হবে।