ট্রাম্পের যুদ্ধবিমান,কিমের হুমকি

পশ্চিম প্রশান্ত মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। উত্তর কোরিয়াও জানিয়েছে, তারা এক আঘাতে গুড়িয়ে দিতে পারে আমেরিকার সেই যুদ্ধজাহাজ। তার উপরে রয়েছে কিম জং উনের নির্দেশে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দু’দেশের মুহুর্মুহু যুদ্ধের হুঙ্কারের মধ্যেই মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অভিযোগ, কোরীয় উপদ্বীপের উপরে দেখা গিয়েছে আমেরিকার দু’টি বোমারু বিমানকে। কিমের হুঁশিয়ারি, এ ভাবে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ওয়াশিংটন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু আক্রমন রুখতে সোমবারের এই যৌথ অনুশীলন। আমেরিকার সঙ্গে এই মহড়ায় যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনা সদস্যরা। পিয়ংইয়ংয়ের অভিযোগ, আমেরিকা তাদের বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে। অথচ তারাই সামরিক মহড়ার আড়ালে লক্ষ্য বস্তকে নিশানা করে পরমাণু বোমা ফেলার অনুশীলন চালাচ্ছে। আমেরিকার এই উস্কানিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সেনা ও দূতাবাস কর্মীদের সঙ্গে বৈঠকের জন্য সপ্তাহের শুরুতে সোলে পৌঁছেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র ডিরেক্টর মাইক পম্পিও।
সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে তার আপত্তি নেই। কিছু দিন আগে চিন বলেছে, উত্তর কোরিয়ার সমস্যা সমাধানে আলোচনার টেবিলে আনতে হবে দেশটিকে। তবে তা চিনের একার কাজ নয়। নির্বাচনী প্রচারের সময়েই ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় এলে কিমের সঙ্গে দেখা করতে চান তিনি। সোমবার তিনি জানান, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে কোন বাধা নেই তার। তবে তার ‘সঠিক পরিস্থিতি’ তৈরি হলে তবেই। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘যদি আমার সত্যিই তার সঙ্গে দেখা করার প্রয়োজন হয়, করব। তবে উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে তবেই।’’

বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে পিয়ংইয়ংয়ের প্রতি আমেরিকার কৌশল বদলের ইঙ্গিত পাওয়া গেলেও মূলত তা হচ্ছে না। বরং দু’দেশের মধ্যে দ্বন্দ উসকে দিয়ে ওই দিন আমেরিকার দু’টি সুপারসনিক বি-১বি বোমারু বিমানকে চক্কর কাটতে দেখা গিয়েছে কোরীয় উপদ্বীপের উপর। তা হলে কোন পরিস্থিতিতে ট্রাম্প-কিম বৈঠক সম্ভব? হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারের কথায়, ‘‘সেই সম্ভাবনা দূর অস্ত।’’
সুত্র : আনন্দবাজার

আজকের বাজার: সালি/এলকে/ ৩রা মে ২০১৭