ট্রাম্প-কিম সম্মেলনের প্রাক্কালে হ্যানয় যাচ্ছেন উ. কোরীয় দূত

যুক্তরাষ্ট্র বিষয়ক উত্তর কোরিয়ার বিশেষ প্রতিনিধি মঙ্গলবার বেইজিং পৌঁছেছেন। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে নির্ধারিত দ্বিতীয় সম্মেলনের প্রাক্কালে তার ওয়াশিংটন প্রতিনিধির সঙ্গে সাক্ষাত করার লক্ষ্যে তিনি সেখান থেকে ভিয়েতনাম যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়। খবর এএফপি’র।
কিম হিয়োক চোল স্থানীয় সময় সকাল ১০টার দিকে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান। এ দিনের শেষ দিকে তিনি একটি বিমানে করে হ্যানয়ের উদ্দেশে রওনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনের প্রাক্কালে মার্কিন প্রতিনিধি দলের সাথে প্রটোকল ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতে কিম জং উনের কার্যত: প্রধান স্টাফ কিম চাং সন হ্যানয়ে যাওয়ার তিনদিন পর তিনি এ সফরে যাচ্ছেন।
কিম হিয়োক চোল ও তার মার্কিন প্রতিপক্ষ স্টিফান বিগুন এ মাসের গোড়ার দিকে পিয়ংইয়ংয়ে তিনদিনের আলোচনা শেষ করেন। বহুল-কাঙ্খিত সম্মেলনের প্রাক্কালে নিরস্ত্রীকরণ বিষয়ে উভয় পক্ষের অবস্থান বিশদভাবে বিশ্লেষণ করা হয় ওই আলোচনায়।
বিগুন বলেন, তারা ফলপ্রসু আলোচনা করেছেন। তবে এ ব্যাপারে আরো সংলাপ প্রয়োজন।