ঠাকুরগাঁওয়ের এমপি দবিরুল করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সাংসদসহ জেলায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলি সেন করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে বর্তমানে তারা সুস্থ আছেন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রবিবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর হাসপাতালের চিকিৎসকের মেয়েসহ জেলা সদরে তিনজন, বালিয়াডাঙ্গীতে সাংসদ দবিরুল, সোনালী ব্যাংকের কর্মকর্তা ও তার স্ত্রী, এক স্বাস্থ্যকর্মীসহ সাতজন, রানীশংকৈলে উপজেলা কৃষি কর্মকর্তাসহ দুজন, পীরগঞ্জে জনতা ব্যাংকের কর্মকর্তাসহ তিনজন এবং হরিপুরে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে সদরে ৪০০, হরিপুরে ৭৯, পীরগঞ্জে ৭৩, রানীশংকৈলে ৯৮ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬০ জনের করোনা শনাক্ত হলো।

আক্রান্তদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানান সিভিল সার্জন।