ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে আরও ২৬৫ ভর্তি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৬৫ ভর্তি হয়েছে। রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। উল্লেখিত সময়ে ঢাকায় ২১৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ৫১ ভর্তি হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এসব তথ্য জানানো হয়।

গত ১ জানুয়ারি থেকে আজ ২৮ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৬৯ জন। তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৪৪ জন ভর্তি রয়েছে। গত ১ জানুয়ারি থেকে আজ ২৮ আগস্ট পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৪১৫ জন। এই সময়ে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান